হিজল গাছ মুখ দেখে পানির আয়নায়,
আমাদের মন পড়ে থাকে বৌয়ের শাড়ি, চুরি গহনায়।
হিজল পানির ঢেউয়ে নিজ মুখ দেখে হাসে,
আমাদের মন চুরি, ডাকাতি, সন্ত্রাসের মতলপে ভাসে।
হিজল হাসে, পানির সাথে তার কথা হয়
আমাদের মন দুর্র্নীতির কঠিন ছকে বাঁধা রয়।
হিজলের পাতা পানিতে পড়ে করে সন্তরণ,
আমাদের রাজনীতির ভাষার হয়না মরণ!
হিজলের ডালে ডাকে কোকিল, আসে ফাগুন
আমাদের প্রিয়জন হয় গুম, পরিজনের বুকে জ্বলে আগুন।
হিজলের ডাল বাতাসে দোলে রাত্রি নিশিথে,
আমাদের খবরের কাগজে ক্রন্দন আসে প্রতিটি প্রভাতে।
হিজলের জলে চাঁদের হাঁসি ফোটে বারবার,
আমাদের মেয়েরা ধর্ষিতা হয়ে শেষ করে জীবনের কারবার।
হিজলের ডালে পাখিরা বাঁধে বাসা,
আমাদের রক্তে ফেনসিডিলের  মরণ নেশা।
হিজলের সাথে তমালের নাকি আছে সুখ,
রাজনীতির খরায় আমরা দেখিনা একে অন্যের মুখ।
হিজল যেন সবুজে সবুজে ভরা,
আমাদের চরিত্রে এখন রাজনীতির দারুণ খরা।
হিজলরে তুই এত কেন ভাল, এত কেন তোর সুখ
আমাদের সোনার বাংলা আর কত বয়ে বেড়াবে দুখ।


মোঃ মজিবুর রহমান
মধ্য রাত, ২১-০৮-২০১৪ ইং।