দুর্মর আশা নিয়ে যখন তোমার কাছে এলাম হে রজঃস্বলা,
এসে দেখি তোমার তনু সাকিনে আমার প্রেমের অভিশংসন
হয়ে গেছে বেশ আগে।
অভিরোষের আকুঞ্চনে নিভে গেছে তোমার শারদীয়া ভালোবাসার
বিমূর্ত দেয়ালি।


তুমি বড়ই অভিমানী, হে রজঃস্বলা!
তুমি বড়ই আত্মাভিমানী, হে রজঃবালা!


এখন তোমার ক্ষয়িষ্ণু প্রেম নিদারুণ খরায় হেঁটে চলে সাইমুম ঝড়ে।
চৈত্রদাপিনী হবার ষড়োসংকেত পাই তোমার ভালোবাসায়।
হৈমকুন্ডের বিভিষীকাময় অনুরাগে আত্মাহুতির ষড়োচক্র দেখি
তোমার দেহ জ্যায়ে।


তুমি যে দারুণ অহমিকায় পোড়া, হে রজঃবতী!
তুমি যে দারুণ দাম্ভিকতায় জ্বলা, হে সরসাবতী!


একদা প্রেমের চারুবনে তোমাতে দেখেছিলাম
যে চারুবন বিহারিনী চলা,
এখন দ্রাক্ষার আদি রসের তান্ডবে তোমার উদ্গত প্রেম
নেশার ঘোরে দাপড়ে বেড়ায় মাতাল নটিনীসম।


তুমি তো দ্রোহের ব্যাধনে নিহত, হে সরসিনী!
তুমি তো হেমলকে দেহ ত্যাগি, হে জলদিনী!


বিশুদ্ধ প্রেম.......


মোঃ মজিবুর রহমান
সকাল, ২৭-০৮-২০১৪ ইং।