কেবল হাঁসে, কেবল কাঁদে
চারুবতীর মন,
টিনের চালায় বৃষ্টি এলে
থামে কতক্ষণ।


চারুবতী, চারুবতী
বেহাল কেন মন?
কোন্‌ পাথারে চলছে ছুটে
মাড়িয়ে সবুজ বন।


চারুবতী মনকে থামাও
নইলে আমার কাছে
যাদুর শিকল আছে একখান,
আছে আমার সাথে।


চারুবতী এমনি করে
নড়লে তোমার মন,
শিকল দিয়ে বাঁধব কষে,
বাঁধব অনুক্ষণ।


মোঃ মজিবুর রহমান
০৩-০৯-২০১৪ ইং।