প্রসঙ্গ (theme)ঃগ্রাম বাংলায় বেশ প্রাচিন কাল থেকেই এক গাছের সাথে অন্য গাছের বিয়ে দিয়ে এলাকা বাসীর বিভিন্ন সম্প্রদায় এবং  জনগোষ্ঠির মধ্যে হাস্য রস এবং সম্প্রীতির পরিবেশ গোড়ে তোলা হত। এখানে সে রকম ভাবে দুই জমিদারের একটি পাকুড় গাছ এবং একটি বট গাছের বিয়ে সম্পন্ন হতে কি কি করা হয়েছিল তার বনর্ণনা তুলে ধরা হয়েছে। তবে বিষয়টি খুবই রুপক।


মুখ্য চরিত্র ঃ (১) জমিদার স্বরাজ মূখার্জি এবং জমিদার সরফরাজ খাঁ। তাঁদের দুই নায়েব যথাক্রমে নিকুঞ্জধন ও  আরফান দোস্তগীর।
                (২) দুই এলাকার লোক জন।


সস্থান ঃ জমিদার স্বরাজ মূখার্জির দরবার


জমিদার ঃ কোথা হে নায়েব নিকুঞ্জ
স্বরাজ      বৎসে কি খবর তোমার,
মূখার্জি      উচ্চ ডালে পুচ্ছ নাচাও
             দেখি বারং বার।
             ফুরুত ফারুত উড়ে চল
             কাজে চন্ডিদাস,
             হুক্কা জলে ধুম্র ছাড়
             কাটাও বার মাস।
             লম্বা শার্টের পকেট মাঝে
             গুঁজে ধুতির খুঁট,
             টেরি কাটা মাথার চুলে
             কলপ মেরে কর কুচ কুচ।
             হিটলারী সেই মোচ দু’খানা
             দেখলে মনে হয়,
             বকুল ছানার আঁখি যুগল
             কুট্টি কুট্টি চায়।


নিকুঞ্জধনঃ  প্রণাম, প্রণাম, প্রণাম লহেন
নায়েব      জমিদার ঈশ্বর,
             প্রজা কুলের পিতা হয়ে
             থাকুন যে ভাস্বর!
             খুশির জোয়ার বইছে দেখি
             ভূমিশ্বরের মনে,
             আছে নিচয় কথা কোন
             চলছে গোপনে।


জমিদারঃ  নমস্য বেটা নিকুঞ্জধন
স্বরাজ      শৃগাল বৎসের মত,
মূখার্জি     বুঝে গেলে মনের কেচ্ছা
             আছে কত কত।


                                                   চলবে..........