জমিদারঃ  আরে রে! এ যে শুনছি আযব কথা
সরফরাজ  গাছের হবে বিয়ে,
খাঁ          এমন কথা শুনলে কানে
             রস যে ছুটে ধেয়ে।
             স্বরাজ বাবু শুধু শুধু
             হয়ত মরছেন মিছে,
             বট কন্যার বিয়ে হবে
             ভাবনা কি আর আছে।
             নিকুঞ্জধন করে গমন
             বল জমিদারে,
             বিয়ের ঢাকটা বেজে উঠুক
             টাক ডুমা ডুম করে।


নিকুঞ্জধনঃ সেলাম সেলাম খাঁ বাহাদুর
নায়েব     কথা খানা ঠিক,
            বাদ্য হবে, নাচন হবে
            ভরবে চারি দিক।
            তবে হুজুর ভুবন বাহাদুর
            অনুমতি চাই,
            অভয় দিলে কথা সেরে
            গৃহ পানে যাই।  


জমিদার ঃ ঘটির জলে ঘট ঘটিয়ে
সরফরাজ   ছড়িয়ে নাহি জল,
খাঁ           মনের কথা সোজা বলে
              খোল জলের কল।
              নিকুঞ্জধন সাফা দিলে
              বল তোমার কথা,
              মনের কথা লুকিয়ে রেখে
              পেটে রেখনা ব্যাথা।


নিকুঞ্জধনঃ খাঁ বাহাদুর বিয়ের আগে
নায়েব       চাই যে একশ’ শাড়ি,
               মীরপুর পল্লীর পশমি সূতোয়
               বুনট হবে ভারী।
               রেশমি চাদর থাকবে গায়ে
               পরবে সখি গনে,
               নেচে গেয়ে ভরবে তারা
               বট কন্যার সনে।
               কাঁচের চুরি ভুরি ভুরি
               লাগবে তাদের তরে,
               চুলের ফিতা লারা ডোরা
               দিবেন মস্তক ভরে।
                                            চলবে..........