নিরংশু নিরজনে কাব্য শুধাংশুর মত
তোমার দেহ আকর প্রশারিত হতে থাকে
ক্রমশঃ আমার অবয়বে।
রাত্রির ঘনত্ব বাড়ে আজানু লম্বিত হয়ে।
তোমার ষষ্ঠাঙ্গের খ্যাপা দ্রোহ কামিনী কাঞ্চন হয়।
মুকুরিত হয় আমার বাসনা;
দেহের চৌরন্ধ্রে তোমার দেহ লোবানের
আদি শ্বাস পাই।
ক্রমাচ্ছন্ন ‘তুমিতে‘ শেষে ঝরে পড়ে
আমার দেহ নির্যাস।
এই নিয়েই এখন ঝুলে আছে আমার
মোহন বাসের সাজানো ক্যানভাস।
নিরংশু নিরজনে এখনও যে আছ তুমি
সেই কবেকার ‘প্রথমা’ হয়ে!


মোঃ মজিবুর রহমান