মনের সাজানো বাগানের সব পাতা
একে একে ঝরে যায় যদি,
অথবা পাহাড়ী কান্নায় হীম গলে হয় নদী
তবে কি সে তোমার নষ্ট অভিসার হতে?
নিশার নিশব্দ নিশ্বাস ভাঙ্গে যদি চিৎকারে
অতঃপর গহীনে হয় রুদ্ধ শ্বাস,
ভাঙ্গে যদি পাথর সম কঠিন বিশ্বাস,
বল, কার ছায়া থাকে তার সাথে?                                        
যামিনী তটে হাঁটে যদি তোমার নিসঙ্গ কায়া;
কঙ্কাল সম পথে যদি চলে,
কেবলি ব্যাথার বেহাগ তোলে,
রাত জাগা ফল হবে কি বল প্রাতে?
তোমার চুড়ির শব্দ ভাঙ্গে যদি ঘুম নিশা মাঝে;
বাজায় উৎকট উচাটন,
বলনা আমার শূন্য ভুবন
ভরে যাবে কিনা তবে সব মৃতে?


মোঃ মজিবুর রহমান
১৮-১১-২০১৪ইং।