‘শান্তি’ পুতুল, ‘শান্তি’ পুতুল
বয়সটা তোমার কত?
কী বল্লে, তেতাল্লিশের খুকী তুমি?
হায় দেহ তোমার ছোট্ট কেন,
কে মেরেছে গুতো?
ওরে আমার লক্ষি সোনা
ব্যাথায় তোমার দেহ হয়েছে ছোট?


ধ্যাৎ, এসব তুমি কিই যে বল
বুঝিনা তার মানে,
এক্কা দোক্কা চলছি খেলে
বয়সটা কে বা গুনে।
রাজনীতিকের নাতি তুমি?
বিরেণী খাও পোড়া বেগুনে?


‘শান্তি’ পুতুল, ‘শান্তি’ পুতুল
ঠ্যাঙ্গে তোমার কি?
আগডুম বাগডুম খেলতে পার
ছুটিয়ে ঘোড়াটি?


খেলছি এখন মজার খেলা
শ্যাকরা গাড়িতে।
চলার কথা বল কেন,
ভাল্লাগেনা যে!
মেঘের কোলে রোদ হেসেছে
শুনিয়ে মজার গান,
কেটেছ আমার ঠ্যাঙ্গের গোড়া
দু’হাত, কব্জি, কান।
ছিঁচকে চোরা, সন্ত্রাসী সব
নেবে আমার প্রাণ?
বেহায়া সব,
শোনাবে আর কত ঢঙ্গের গান?


আমি কেন ছোট্ট অতি
শুধাও কি করে?
ঘটির জলে মরো গিয়ে
গঙ্গা থাকতে ধারে।


মোঃ মজিবুর রহমান,
উত্তরা, ঢাকা।
১৩-০২-২০১৫ ইং।