হয়ত তখন আমি আর নেই,
আছে কেবল এখানে ওখানে ধান শীষ
অথবা আছে বাঁশের চিরল পাতায়
পানি ঝরার কাব্য।
দুঃখের সোঁদা মাটি গায়ে এঁটে লাভ নেই,
থাক শুধু সুখের পরিতোষ;
বাঙ্গালী আমি যা পেয়েছি
তাই নিয়ে তখন আমার হৃদয়
হবে ভালোবাসায় নাব্য।
এখানে ওখানে শুনেছি যে আমি মধুর কন্ঠে
নদী ও নারীর গান,
হৃদয়ের কাঠের ফ্রেমে আমি যে তাদের
রেখেছি ধরে আদি অন্ত অম্লান।
যখন এপারের দরজা হবে বন্ধ ওপারের ডাকে
আর এখানের সেই রোদেলা সকাল
আর পানকৌড়ির ডুব চোরা সাঁতার
হবেনা আর দেখা,
ঠিক তখনি আমি শুধু বাঙ্গালী নামে
চলে যাব আকাশে আমার আদি পিতার
নিবাস যেথা।


মোঃ মজিবুর রহমান
১০-০৩-২০১৫ ইং।