কাটতে গিয়ে কলার কাঁদি
ঐ যে ঐ, আমাদের সেই
পাড়ার দাগী,
নামটা তাহার চোরা গাজী।
কলার ছড়ায় হ্যাঁচকা মেরে,
বসালো ছুরি যেইনা জোরে,
কলার কাঁদি পড়লো পিঠে
ছুট দিল সে পুকুর সিধে।
পুকুর পাড়ের বোল্লার চাক
এই সেরেছে!
এল তেড়ে বোল্লার ঝাঁক।
হুল ফোটালো গাজীর গায়
কাঁদলো গাজী ভাইরে ভাই,
আর যাবনা করতে চুরি
আমার কানটা আমিই ধরি।


মোঃ মজিবুর রহমান
০৮-০৪-২০১৫ ইং।


ছড়া-১১