আমার দেহের বসন্তভোগী হতে চাও তুমি?
জাননা এখানে ক্ষুধার পান্ডব অশালীন সহবাসে
কাটিয়ে চলেছে বারো মাস।
ক্ষুধা নিয়ে আমি এক দিন উঠেছিলাম হীমালয়ে।
যুবতীর খাড়া বক্ষ স্তম্ভের ন্যায় খাড়া সে পাহাড়।
দৃকপাত হয়েছিল সেখান থেকে আমার।
দেখি তেড়ে আসছে উত্তরের আদম সন্তানের দল
আমার দেহের বসন্তভোগী হবে বলে।
অথচ এখানে ওখানে ছড়ানো সুখ বিলাসের অনন্ত উপকরণ
এই সব বিলাসীদের।
তবুও খোঁয়াড়ের বকনটিকে অবাধ্য বাঘের ধরতেই হবে-
এ যেন এক মরণ ব্যাধি।
আমার দেহের ভাগাভাগি নিয়ে আসছে ছুটে উত্তরের সামন্ত কুলীন।
আমি দক্ষিণের এক বসন্ত পিড়িতা।
আমার দেহের ভাগাভাগি নয়,
ভাগাভাগি নয় বসুধার এক ইঞ্চি যমিনও।
কিংবা ভাগাভাগি নয় পাহাড়, নদী, সাগর...........।
সব কিছু অক্ষত চাই,
অক্ষত চাই আমাদের অংশুমালীটিকে।


মোঃ মজিবুর রহমান
১৭-০৪-২০১৫ ইং।