আঁধার কেটে


আঁধার কেটে আলোর দীপ্তি
ঢুকেছে যেই ঘরে,
সেই আলোতে আলোকিত
সুখের রশি ধরে।
ব্যথা বেদনার কবলে পড়েও
নিঃস্বতা যাদের ধরেনি,
ভরসা রেখেছিল আল্লাহতে
অন্য কাউকে ডরেনি।
ওরা প্রতিপক্ষকে হারাতে গিয়ে
নিজেকেই হারিয়েছে,
বেশি খেতে গিয়ে তারা জনতার
রোষানলে পড়েছে।
রোষানল থেকে রেহাই পেতে
অবস্থা টালমাটাল,
হাহুতাশ করতে করতে তারা
হারিয়েছে লয় তাল।
কথায় কাজে মিল নেই বাচাল
অসত্য কথার প্রলাপ,
মন মগজে আবরণ পড়েছে
খারাপ দিয়ে সয়লাব।


কল্যাণপুর, ঢাকা।
১২ জুন ২০২৩
২৯ জ্যৈষ্ঠ ১৪৩০
২২ জিলকদ ১৪৪৪