আহারে বাহারে কে কাকে ধরে রে
চিন্তাহীন মনোভাব দিন যায় সুখে রে।


কে বেশী ভালোবাসে প্রিয় এই দেশটা রে!
তার মতো কয় জন এই দেশে আছে রে!


এত এত অপরাধ তবুও নির্দোষ ভাবে রে
তাকে আবার দোষী বানায় সে কোন্ শালা রে।


প্রবৃত্তির দাস হয়ে নির্বোধ নির্মম বনে রে
বুঝেও বুঝে না নাহি পাপ কাজ ছাড়ে রে।


সততার বাণী আজ নীরবে নিভৃতে কাঁদে রে
কেন যেন কোথাও কোন জবাবদিহী নাহি রে।


যে যার মতো চলে কাজ করে ভয় নেই নেই রে
অপরাধ দেখিয়াও নীরব যারা সেটাও দুর্নীতি রে।


দুনিয়ার এত সুখ আরাম আয়েশ কোন দাম নাই রে
মরণ এলে কিছু যাবে না সাথে থাকবে স্থায়ী কবরে।


আহারে বাহারে কত জন কত রুপ ধরে থাকে রে
এভাবে কাটে তার মনে করে দিন যায় সুখে রে।