একটি সুখের আপন বাড়ি

ভেঙে ফেল মিথ্যা কপাট
কে করে যায় সত্যলোপাট
আমরা কি ভাই মিথ্যার সাথে
আপোষরফা করতে পারি?

আয় ছুটে আয় সত্যবাদী
চল ছুটে চল মূল আবাদি
সত্য নিশান ফের উড়াতে
আমরা কি ভাই থামতে পারি?

রাজার রাজা মহারাজা
তিনিই দিবেন সঠিক সাজা
তোমায় আবার কে দেয় সাজা?
সব অধিকার নেয় যে কেড়ে?
হীন দাসী ঐ আসছে তেড়ে
সর্বনাশী দজ্জাল বেসে।

তোর সম্ভ্রম যে নিচ্ছে কাড়ি
সেই ভিত্তিমূল ফেল উপাড়ি
ঝড় তুফানের প্রলয় তুলে
দে রে দে দুষ্কৃতির ভিত্তি নাড়ি।

তোর পতাকা খাচ্ছে গিলে
মারছে তোরে তিলে তিলে
অশ্রু ঝরে নেত্র বেয়ে
থাকিস কেবল চেয়ে চেয়ে
আর কতকাল সইবি এ সব!
স্বপ্ন দেখাও এই জাতিরে
একটি সুখের আপন বাড়ি।

২২.০৪.২০২৪