আল্লাহ ছাড়া আর কেহ নাই


নিজেকে নিজে ধ্বংস করি
কিছুতেই বুঝতে না পারি
বোঝাটা অনেক ভারি
তোমার কাছে আশ্রয় চাই।


ভাগ্যের পরিহাসে লেখা
কত শত কিছু হয় দেখা
আঁকিতে চাই সরল রেখা


সত্য পথ শক্ত করে ধরি
জীবন চলমান এক ঘড়ি
সুখের সুতোয় সুঁইটা ভরি
যেন দয়াময়ের সহায়তা পাই।


চলবোনা ধ্বংসের পথ মাড়ি
মিথ্যা নিয়ে নয় কাড়াকাড়ি
আর নয় কোনো বাড়াবাড়ি


আলোর পথ দেয় হাতছানি
দুঃখকে কেন টেনে আনি
অহীর কথা শুনি ও মানি
ভুলের জন্য শুধু ক্ষমা চাই।


আল্লাহর বাণী সেরা জানি
নবীর বানীও তেমন জানি
এর সাথেই হবে বনাবনি


অনন্ত সুখের জন্য সবাই
কাজ আর কাজ করে যাই
নয় কোনো অলসতা ভাই
আল্লাহ ছাড়া আর কেহ নাই।


কল্যাণপু, ঢাকা।
২৩ সফর ১৪৪৪
২০ সেপ্টেম্বর ২০২২
০৫ আশ্বিন ১৪২৯