কলমের কালি শুকিয়ে আজি
বাজায় বেদনার কঠিন সুর,
নিয়ম ভেঙ্গে খাতা রয় সাদা
দুঃখের অশ্রুতে কষ্টে কাঁদা
হারিয়েছে যত আপন জনা
সুখের নাগাল অনেক দূর।


চৌদিকে আজ কচাল চলে
সমাজের অসঙ্গতি কত কি
শিশুর কচি মনে দোলা দেয়
নানা প্রশ্নে সময় করে ব্যয়
সমাধান কোথাও পায় না
মনটা হোক আনন্দে ভরপুর।


সোনার দেশের মানুষগুলো
মরিচিকার পিছনে দৌড়ে
অর্থ বিত্ত শক্তি করছে খরচ
স্থির জীবনকে দেয় না গরজ
জীবনটাকে করে না সহজ
নীলাকাশ জুড়ে তপ্ত দুপুর।


কলম চলুক সত্যের পথে
পবিত্র করুক মানবজীবন
খুঁজে ফিরুক সুখেরাত্মা
উম্মুক্ত হোক সোজা রাস্তা
মূলের দিকে আসুক ফিরে
ছড়িয়ে পড়–ক আলোক নূর।


২৯.০১.২০২৪