আমাদের দেশে


আমাদের দেশে হবে সেই শাসক কবে!
নিজ মতে না চলে, কুরা’ন মতে চলে।
প্রজাদের মুখে হাসি ও মনে আনে বল,
মিথ্যায় আপোষ নয়, সত্যেই অবিচল।
শত্রুর মোকাবিলায় ধরে ইসলামী ঝান্ডা,
উত্তম আচরণে করে দিবে হৃদয়টা ঠান্ডা।
ঈমান আক্বীদা জেনে আল্লাহকে ভয়,
করবে সতত, যেনো মরণ মধুকর হয়।
প্রজারা সুখী হবে রাজার মধুময় কথায়,
অনুগত রবে প্রজা কাঁপবে না জড়তায়।
দেশের সুরক্ষায় সদা জাগ্রত রাখবে মন,
ভালোবাসা দিয়ে যাবে, করবে এই পণ।
শরয়ী বিধানের করবে সঠিক বাস্তবায়ন,
সবখানে ছড়াবে সত্য ফুলের পরাগায়ন।
মনে প্রাণে চাইবে, মানবতার কল্যাণ,
তবেই অবারিত করবে আল্লাহ তাঁর দান।
মদীনার সনদ মতো করবে দেশ শাসন,
জনগণ নিয়ন্ত্রণে সাজাবে সুন্দর প্রশাসন।
‘হুদুদ’ শাস্তি দিবে চিনবে না আপন পর
সুশাসনে দেশটি হবে অনুপম সুধাকর।
খোলাফায়ে রাশেদার মতো শাসক হয়ে
শাসকের অন্তর কাঁপবে আল্লাহর ভয়ে।


ঢাকা-
১১.০৩.২০২৪