প্রকৃতিতে নির্মল বাতাস সজীব নিশ্বাস
প্রতি জন ফিরে পায় জীবনের বিশ্বাস।


সবুজ শ্যামল পত্র পল্লব নড়ে আর নড়ে
তা দেখে পুলক হৃদয় ভরে আর ভরে।


ভোরের আলোতে শুনি পাখিদের কলরব
অনুরণন দিয়ে যায় মনে উথলে উঠে সব।


অসীমে হারিয়ে যায় বহুদূর ভাবনা অজানায়
অভাবী মন ব্যাকুল হয় সুরের মোহনায়।


কে দিলো প্রকৃতিতে এত সুর এত সুখ
রয় না এ ধরাধামে কষ্ট ব্যথা দুখ।


সৃজিয়া সাজালেন ধরা সত্য রাজাধিরাজ
তাতে দিয়েছেন তিনি এত রূপ এত সাজ।