আয় বাড়ে না


আয় বাড়ে না দাম বাড়ে
সাধারণের নাভিশ্বাস,
বাড়তে বাড়তে দামের ভারে
দ্বিগুণ হয় শ্বাস-প্রশ্বাস।
সুষম কিংবা পুষ্টিকর খাবার
কিনবার নেই উপায়,
তাই তো সবার দেহ খানা
হইতেছে ক্ষীণকায়।
যোগাড় হয় না রোগ ব্যাধীতে
ঔষধ এবং বড়ি,
পকেট খালি মনটা ভারি
হাতে নাই কানাকড়ি।
আর কতকাল চলবে এমন
কেউ কি বলতে পারো!
বাঁচার যদি অধিকার না দাও
তবে গলাটিপে মারো!!


কল্যাণপুর, ঢাকা।
০৩ এপ্রিল ২০২৩
২০ চৈত্র ১৪২৯
১১ রমাদ্বান ১৪৪৪