বাংলা-কবিতার আসর একটি ফুলের বাগান,
গেয়ে যায় অবিচল কবি দল সত্যের জয়গান।


কলমের সৌরভে মনন গৌরবে ছড়ায় সুবাস,
হৃদয়ে হৃদয়ে গড়ে যায় ভালোবাসার আবাস।


মান-অভিমান, বিরহ-বেদনা আছে এখানে,
তবুও আছে সুখ, অনন্ত সুখ কবিদের মননে।


এই আসরে যোগ দেন কতশত নতুন নতুন মুখ,
পড়তে ও মন্তব্য দিতে সবাই থাকে যেনো উম্মুখ।


নতুন পুরাতন মিলে কী অপরুপ একটি পরিবার,
সত্য-সুন্দরের পুণ্য বাঁধনে ঐক্য থাকি চলিবার।


জীবন চলার পথে কোথাও কোনো হয় যদি ভুল,
পরিশুদ্ধ হওয়ার জন্য এই বাগানে সবাই ফুটন্ত ফুল।