বেহায়া বেলাজা


বেহায়া বেলাজা বেতমিজরা
মন্দ চশমার ফ্রেমে বন্দি,
প্রতারক প্রবঞ্চকদের সাথে
করেছে সরাসরি সন্ধি।


ন্যায় নীতি সত্য প্রীতি প্রেম
ওদের ক্বলবে নেই,
ন্যায় ভ্রষ্ট কাজে পারঙ্গম
হয় যেই আসে সেই।


মমতা কিংবা মায়াবি চেত
সরিয়ে রেখেছে তারা,
মন যা চায় তাই করে যায়
এ নিয়মে ভিড়ে যারা।


মানব চেহারায় পরিচিত
আচরণে পশু তুল্য,
মানবাকাংখায় করে ঘাত
কখনো দেয় নি মূল্য।


সময় এদের বিতাড়িত করবে
মানবাত্মা হবে পূর্ণ,
হিংস্র শাসন শোষণ সিংহাসন
হবেই চূর্ণ বিচূর্ণ।


১৫.০১.২০২৪