বিশ্বাস ও প্রেম


বিশ্বাসে প্রেম আসে প্রেমে আসে ত্যাগ
ত্যাগের বিনিময়ে আসে আদর সোহাগ
মানবতা জেগে উঠে পরম প্রাপ্তিরাশায়
চাওয়া পাওয়া ফিরে আসে সুখেরাবেশ।


মনাকাশে প্রেম পাখি উড়ে পরমানন্দে
খোঁজে নেয় কোথায় তার আসল ঠিকানা
সেই ঠিকানায় গড়ে নিরাপদ আবাসন
সত্যের ভান্ডারে করতে মনোনিবেশ।


প্রেম ষ্পর্শহীন কিন্তু অনুভবে অমলিন
সে মুছে ফেলে না কাউকে কোনোদিন
সুুপরিসর প্রেম বয়ে আনে পরিপূর্ণ শান্ত্বনা
সত্য প্রেমের আবেদন অসীম অশেষ।


বিশ্বাস ও প্রেম একে অপরের পারিপূরক
বিশ্বাস হারিয়ে গেলে প্রেমও হারিয়ে যায়
সন্দেহ সংশয় দানা বাঁধে মনের কোণে
দুর্বলতার সুযোগে সব অর্জন হয় শেষ।


বিশ্বাসী, সাহসী প্রেমিক হও স্রষ্টার খোঁজে
অনুপম হও সুষমা জড়িয়ে হওগো প্রিয়তম
ব্যথা বেদনা হবে পুষ্প মাখা স্নিগ্ধ মধুময়
অনিঃশেষ রবে স্বর্গোদ্যানেও মুগ্ধতার রেশ।


কল্যাণপুর, ঢাকা।
১২ জুলাই ২০২৩
২৮ আষাঢ় ১৪৩০
২৩ জিলহাজ্জ ১৪৪৪