একুশ এলে বই মেলাতে
নতুন বইয়ের গন্ধ
ছড়িয়ে পড়ে জ্ঞান জগতে
শুভ্রতার এক ছন্দ।


প্রকাশক গণ বই ছাপাতে
ছাপাখানায় করে ভীড়
নিত্য নতুন মোড়ক দেখে
নেত্র জুড়ায় সুগভীর।


নতুন বইয়ের সুঘ্রাণ পেতে
সবাই যেন হয় আকুল
জ্ঞানালোকে গড়তে জীবন আর
ভাঙতে মনের ভুল।


একুশ এলে দেশের মানুষ
শহীদদের সম্মানে
বই মেলাতে মিলিত হয়
তাদের স্মৃতির স্মরণে।


বই মেলাতে লেখক পাঠক
হৃদ্যতাপূর্ণ সমাবেশ
ভালোবাসার এই আয়োজনে
মুগ্ধতার নেই শেষ।


শিশু কিশোর তরুণ যুবক
বইকে ভালোবাসে
আবার পুরুষ নারী প্রৌঢ় বৃদ্ধ
তাই তো ছুটে আসে।


বই পিয়াসির জ্ঞানের পিয়াস
নই কো ভরে শেষে
অপেক্ষায় রয় পরের মেলা
আবার কবে আসে?


একুশের প্রতি নিখাদ প্রেম
শুধু বাড়তে থাকে
আল্পনার এক নিখুঁত ছবি
হৃদয় মাঝে আঁকে।


বাগ-বাগিচায় ফুল ফুটিলে
প্রস্ফুটিত সেই বাগান
বই মেলাতে বই সাজালে
বই পোকাদের প্রাণ।


বাংলা একাডেমী বই মেলার
করে বর্ণিল আয়োজন
জ্ঞানী গুণী সুশীল সমাজ করে
সুপ্ত জ্ঞান আহরণ।