বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সাথে বজ্রপাত
মানুষসহ গাছের উপর
করে সে আঘাত।


গুড়ুম গুড়ুম শব্দে যেন
মনে লাগে ভয়
আঁৎকে উঠে ছোট্ট যারা
থাকে অসহায়।


মেঘ থেমে যায় যখন
গর্জন থেমে যায়
মেতে উঠে কাজ কর্মে
নানা খেলাধুলায়।


বৃষ্টিতে ভিজতে ভাল লাগে
লাগে অপার আনন্দ
শ্রেণীভেদে ভিজে সবাই
রয় না দ্বিধাদ্বন্দ্ব।


বৃষ্টির পানি জমে যেখানে
কাগজ নৌকা বানায়
সব ছোটরা জোট বাঁধিয়ে
সেই পানিতে ভাষায়।


বর্ষা এলে নদী নালা খালে
পানিতে থৈ থৈ
গ্যাঙর গ্যাঙর ব্যাঙ ডাকে
গাঙে উঠে কৈ।


কারো মনে খুশির জোয়ার
কারো মনে দুখ
দুইয়ে মিলে দিবাশেষে
থাকে হাসি মুখ।


লেখা: ০৯-জুন-২০২১