ব্রেইন


চারটি লোবে মানবমস্তিষ্ক সমাদৃত
কাজ করে নিয়মিত অবিরত


ফ্রন্টাল লোব, প্যারাটাইল লোব
টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব
কুরআনে এদের বলে উলিল আলবাব।


আলবাব কুরআনে এসেছে ষোলবার
শোনা, দেখা, স্মরণ ও ইন্দ্রিয়
উপলব্ধিতে করতে ব্যবহার।


শতাধিক বিলিয়ন মস্তিষ্কে আছে নিউরণ
চিন্তা, কর্মে, স্মৃতি ও অনুভূতির অনুসরণ
করতে, তাই করেছে বোধসম্পন্ন এবং
বিবেকের  উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ।


যাপিত জীবনের সবকিছু মস্তিষ্ক করে ধারণ
যেন সেগুলো নিয়ে করতে পারে বিশ্লেষণ।
তা মানবদেহের মূল্যবান এক অপূর্ব নিদর্শন।


মস্তিষ্কের মেমোরি স্পেস শত কোটিরও বেশি
অসংখ্য মেমোরি ধারণ করে এই নিউরণ
একেকটি মেমোরিতে এক মিলিয়ন জিবি
বা দশ লাখ গিগাবাইট ধারণ ক্ষমতা।


এই মেমোরি কার্ড পূরণ করতে
তিনশত বিয়াল্লিশ বছর লাগবে
তাই বিশ্বাসী আত্মা বলে উঠে-
“হে রব! তুমি কোনো কিছুই
নিরর্থক সৃষ্টি করো নি, জাহান্নামের
বহ্নি থেকে আমাদের রক্ষা করো।”


প্রযুক্তির এই যুগে প্রযুিক্ত দেখে
কতই না বিস্মিত হই!
আমাদের মস্তিষ্কও বড় বিস্ময়
আমরা অবগত নই!


মস্তিষ্ক কত বড় মূল্যবান নিয়ামত
যা মানবদেহের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র
তাই তো মানুষ আশরাফুল মাখলুকাত
অনুপম সকল সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ট।


১২.০২.২০২৪
তথ্যসূত্র: নয়াদিগন্ত অনলাইন সংস্করণ। ১২-ফেব্রুয়ারী-২০২৪