চেতনায় বাংলা ভাষা


তমদ্দুন মজলিস শুরু করে
ভাষার জন্য আন্দোলন,
ওরা করছিলো ভাষা নিয়ে
নানা প্রকার আস্ফালন।


প্রতিবাদীরা মিছিলে মিছিলে
কাঁপিয়ে তোলে রাজ পথ,
মাতৃভাষা বাংলা ভাষা আমার
ফিরাতে করেছে শপথ।


ভাষা সৈনিকরা ভাষার জন্য
হয়েছিলো শহীদ,
মাতৃভাষা বাংলা পেয়েছি
গাই তাদের গীত।


ভাষা সৈনিকদের ভালোবাসি
করবো না ভেদাভেদ,
তারা ত্যাগ করেছে সব কিছু
ছড়ায়নি কোন ক্লেদ।


বিনিময় চায়নি কোনোদিন
ত্যাগেই আনন্দ,
বাংলায় কথা বলতে পারে
পরবর্তী প্রজম্ম।


আমলে আখলাকে ইসলামিক
হয় কোন সৈনিক,
হৃদয় জমিনে যেনো ঠাঁই হয়
সেও এক গৈরিক।


ভাষা সৈনিকদের সম্মান করি
ভালোবাসা রাখি অন্তরে,
দোয়া করি প্রতি মোনাজাতে
মহান প্রভুর দরবারে।


কল্যাণপুর, ঢাকা।
২৯ মার্চ ২০২৩
১৫ চৈত্র ১৪২৯
০৬ রমাদ্বান ১৪৪৪