হাজার নেতা হাজার ফেতা
চালায় কেবল দেশ
দুর্নীতি আর দুঃশাসনে-
সবই হলো শেষ।


আগুন লাগে দিকে দিকে
সবাই নির্বিকার
মরছে মানুষ পুড়ছে সম্পদ
নেই যে প্রতিকার।


কয়দিন পর ভুলে যাবে
চলবে স্বাভাবিক
আবার হঠাৎ ঘটবে কিছু
ছুটবে দিকবিদিক।


অশ্রু ঝরে বুক ফাটে
পাই মনে কষ্ট
বিবেকবান রাজ্য প্রধান
করোনা সময় নষ্ট।


আলোচনা সমালোচনায়
দিন যে হয় পার
সবার মনটা সুন্দর হোক
সেরা মানবিকতার।


চাই না আর কোথাও কোনো
লেগে যাক আগুন
সতেজ সজীব তিলোত্তমায়
ছড়িয়ে দেই ফাগুন।


সময়ের হিসাব নিতে বসবে
পরিমাপক পাল্লা
দু'হাত তুলে দোয়া করি এই
হেফাজত করো আল্লা।