দাউ দাউ জ্বলছে


আগুনের লেলিহান শিখা দাউ দাউ জ্বলছে
দোকানপাট পুড়ছে তো পুড়ছে
নিবাকর নিভাতে পেরেশান হচ্ছে
ভুক্তভোগিদের চোখের জল ঝরছে-
কোটি কোটি টাকার সম্পদ পুড়ছে।
ফায়ার সার্ভিস সকল ইউনিট কাজ করছে
আগুনের লেলিহান থামাতে পারছে না।
কেউ জানে না কে নেবে দায় এই বেদনার!
যখন থামবে ততক্ষণে সব শেষ!
চোখ বন্ধ করলে বুঝা যায় বিষয়টার
একটু আগেও যারা ছিলো স্বাবলম্বি
এখন তারা হলো পরের অবলম্বি।
তাওবা করে ফিরে আসি সবাই সঠিক পথে
আর মিলিত হই একই কাতারে একই মতে।
কান পেতে শুনো ঐ সত্যের আওয়াজ
সেই আওয়াজে সকলে করেও যাও কাজ।


কল্যাণপুর, ঢাকা।
০৪ এপ্রিল ২০২৩
২১ চৈত্র ১৪২৯
১২ রমাদ্বান ১৪৪৪


০৪ এপ্রিল-২০২৩ বঙ্গ বাজারে আগুন লাগার
প্রেক্ষিতে লেখার উদ্ভব।
(মহান আল্লাহ ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।)