দেহের মতন


একজন মুসলিম দেহের মতন
ভাই ভাইয়ের কষ্টে দাঁড়াবে তখন।
হোক না তারা আপন কিংবা অপর
ভেদাভেদ নয় কোন বান্দা আল্লাহর।
ভালোবাসা হবে শুধু আল্লাহর জন্য
উপকার করে যায় এতেই সে ধন্য।
মানবতা হারায় না দরদী সবাই
ক্ষুধা নিবারিত করে সব দিয়ে তাই।


স্রষ্টার রিজিক থেকে দান যদি হয়
সেই দান বৃদ্ধি পায় নয় সংশয়।
বিধ্বস্ত চেহারা গুলো সত্যিই কষ্টের
থাকার জায়গা নাই হারায়ে সুখের।
দোয়া করি তাঁর কাছে তিনি দয়াবান
ওগো প্রভু দয়া করো হে মেহেরবান।


কল্যাণপুর, ঢাকা।
১৪-ফেব্রুয়ারী-২০২৩
০১-ফাল্গুন-১৪২৯
২২ রজব ১৪৪৪