ধূর্ত ঈগল


ধূর্ত ঈগল আসছে উড়ে ডাহুক ডাকে ওই
আলো আঁধার দেখতে সবে বুঝে পড়ে বই।
মাছির মতো নয়ন হবে দেখবে জগৎময়
ঠকার যতো দরজা আছে সবই বন্ধ হয়।
সাগর বুকে ঢেউ খেলে যায় দৃষ্টি পড়ে ঐ
মন ভরে যায় তাহা দেখে চেয়ে চেয়ে রই।
মনটা তখন দৃঢ় হয় সাহস যোগায় তাতে
অন্যায় যত রুখে দিতে সত্য থাকে সাথে।
তত্ত্ব কথায় ভুলায় যথা হয়ে যাওয়া ত্রুটি
ঘুম পাড়িয়ে খেয়ে ফেলে সবি লুটে পুটি।
সব হারিয়ে জাগলো উঠে ক্ষিপ্ত জনগণ
প্রতিবাদের ঝড় তুলেছে দীপ্ত প্রাণপণ।


কল্যাণপুর, ঢাকা।
০৯-জানুয়ারী-২০২৩
২৫-পৌষ-১৪২৯
১৫ জমাদিউস সানি ১৪৪৪