দৃষ্টি
মুহাম্মদ মোজাম্মেল হোসেন


'দৃষ্টি হলো শ'তানের একটি বিষাক্ত তির'
যে তির প্রতিহত করে সে সর্বশ্রেষ্ঠ বীর।
তিরেরাঘাতে জখম পেয়ে যে আহত হয়
জখমকৃত এ ক্ষতের হয়নাকো নিরাময়।
দৃষ্টি মনেতে তৈরি করে তৃষিত অনুরণন
ততক্ষনাৎ করিবে আল্লাহকে অনুসরণ।
সুপ্রিয় সুপথে তোমাকে দিশা দিবেন তিনি
আসমান জমিনের একচ্ছত্র মালিক যিনি।
পথে প্রান্তরে চলে যদি হয় দৃষ্টির খিয়ানত
বিনিময়ে দিয়ে দাও কিছু দিরহাম ইয়ানত।
প্রথম দৃষ্টি কিংবা আকর্ষণ সেটি তোমার
পরের দৃষ্টি মনে রাখিও ইবলিশি বোমার।
দৃষ্টি দিয়ে দেখতে হবে মহান প্রভুর সৃষ্টি
সৃষ্টি হলো প্রকৃতির নিয়মে অনুপম কৃষ্টি।
যাহা দেখে অন্তর জুড়ায় আঁখি হয় তৃপ্ত
আঁধার গিয়ে বাড়ে ঈমান আলোক দীপ্ত।
দৃষ্টি ক্যামরার মতো স্মৃতিপটে করে ধারণ
অডিও ভিডিও কল্পনাতে রাখে সংরক্ষণ।


মনসুরাবাদ,ঢাকা।
০২.০৬.২০২৩