ঝিমিয়ে পড়া থেকে সজাগ হও সবে,
মুক্তি তোমায় ডাকে জড়তা ভাঙো তবে,
পিছনে ফেলে রাখো হারানোর বেদনা,
সামনে গিয়ে চলো পিছনে তাকাবে না,
তাড়াও ঘুমের ভাব পড়ে যেন প্রভাব।


বুদ্ধি খাটাও বুদ্ধি আসুক আত্মশুদ্ধি,
শুদ্ধাচারে আসুক মানবতার মুক্তি,
সাধনায় আসে যা সঠিক শ্রম তাজা,
পায় পাক মমতা কেটে যাক জড়তা,
রবে সত্য স্বভাব সরে যাবে অভাব।


অভাব সরে আসে সুখানুভূতি ভাসে,
কাটায় দিন রাত দেখে যে সুপ্রভাত,
জীবন কাল পার হয়ে যায় দুর্বার,
এগোয় দিনমান ঘটে দুখোবসান।


লেখা: কল্যাণপুর, ঢাকা।
২৭.০৭.২০২১