ফ্রড


দেশী বিদেশী থেকে জ্ঞানী গুণী
ডিজিটালী ফ্রড হয়?
নানা রুপে রুপ মালা সাজিয়ে
মধুমাখা কথা কয়?


মোবাইলে ভার্চুয়ালী পরিচিত হয়ে
কত কি উপঢৌকন পাঠায়,
নাকি ভালোবাসার নিদর্শন স্বরুপ
কিন্তু দুস্টুমিটা এরই ছায়ায়।


কত কথা, মনে হয় কত না আপন
উপঢৌকনে টাকা চায়,
একবার দিলে আরেকবার চায় নানা
বিধিতে কথা চালিয়ে চায়।


এদের চিহ্নিত করা প্রথমে বড় কঠিন
খুবই ধুরন্দর বুঝা যায় না,
চক্রের পর চক্র জালের মতো ছড়ানো
এদের থেকে কেউ রক্ষিত না।


ফ্রেন্ড রিকুয়েষ্ট হোয়াটসএ্যাপে কথা
ম্যাসেজ অথবা ফোন,
আহ্ কত প্রিয়জন কত ভালোবাসা
দিয়ে যায় কত প্রমোশন।


এই সবই ধোকার খোরাক প্রতিনিয়ত
বুঝুক না বুঝুক তাই হয়,
কেউ রক্ষা পায় কেউ আবার পায় না
প্রতারকরা তো সুখেই রয়।


২৯-১২-২০২৩