ফুলপরি


স্বপ্ন পূরণ করতে বিশ্ববিদ্যালয়ে
ভর্তি হলো ফুলপরি,
উচ্চ শিক্ষার দস্যু দ্বারা মার খেয়ে
জীবন হলো মরি মরি।


তারে নিয়ে টানাটানি হেঁচড়াহেঁচড়ি
নিষ্ঠুর হায়েনার দল,
কিল ঘুষি দিতে দিতে রক্তে রঞ্জিত
করলো খাটিয়ে বল।


অমানুষের অমানবিকতা ছড়িয়ে
গেল সর্বত্রই সবখানে
জানতে পারলো উচ্চ আঙ্গিনায়
নিকষ আঁধার নামে।


ফুলপরি একা দস্যুরা দল ভারি
র‌্যাগিং করিলো তারে,
অহংকারের মালা তাদের গলে
কে রুখিতে পারে?


এমন কুলাঙ্গার পবিত্র শিক্ষাঙ্গনে
থাকাটা মোটেই মানায় না
এরাই দেশের ও দশের দুশমন
কেউ উপকার পাবে না!


ফুলপরির জন্য দোয়া ভালোবাসা
রইলো মনের কোণে
আর কারো মানহানী হোক এভাবে
চাই না কোনোখানে!


ফুলপরি তুমি সাহসী তুমি বিপ্লবী
মুখোশ করিলে প্রকাশ
তুমি না হলে কেউ জানতো না
তারা জুলুমের দাস!


অভিযুক্তরা ভুল বুঝে তাওবা করে
হয়তো মিলিবে মাফ,
দেশবাসি বা ফুলপরি উদার মনে
হয়তো রাখবে না রাগ!


কল্যাণপুর, ঢাকা।
০১-মার্চ-২০২৩
১৬-ফাল্গুন-১৪২৯, ০৮- শাবান-১৪৪৪