গড়ব মিতালী সুরের গিতালী
একটাই তো সুর।
সুরের মূছনায় মনটা হয়ে যায়
সুখে ভরপুর।


সেই সুর মিলে যায়
যারা আছে নিরুপায়
সবাই কে নিয়ে যায়
মোহিত করে দূর বহু দূর।


তাঁর দেয়া  সেই সুরে
নিজেদের মন ভরে
আবার অন্যের মন ও ভরিয়ে দেয়।
সেই সুরে আকুল হয়ে
ধমনী কাঁপিয়া উঠে
মন বলে পাপ কে হও দূর হও দূর।


মন আমার শীতলতায় ভরে যায়
অনন্ত সুখের আশায়
কোথায় সে হারিয়ে যায়
কোন সে দরিয়ায়
আহা লাগে কী মধুর।


নানা জন নানা সুরে
গেয়ে যায় মন বিবরে
সুকণ্ঠে হিল্লোলিত হয়
শুধু তাঁর ই গুনগান।
ফুলেল সুবাসে ছড়িয়ে বাতাসে
ভাবনার আকাশে খায় শুধু তাড়া সে
চির সুখ আর কত দূর


ঈমানের আলোতে জীবন টা সাজাতে
যেভাবে জানতে সেভাবে মানতে
দিকে দিকে সাড়া জাগাতে
দয়াময় ঢেলে দিবে তাঁর নূর.....
চির সুখ এই তো আর কিছু দূর।