হোক চুরমার


শোনা যায় অশনির বিকট আওয়াজ!
শকূনের দল ওঁৎপেতে আছে
কখন যে গিলে খাবে সভ্যতা
অসভ্যতার পদধ্বনি তীব্র আকারে
কানে আসে শব্দের ঝংকার।
সুসভ্যতা দমে গিয়ে এখন নিরব নিথর
কোনোমতে শ্বাস আসে যায়
আর অসভ্যতা দাঁত কেলিয়ে হাসে
দাপট দেখিয়ে চলে অহংকারে
তারই কেবল জয় জয়কার।
অমানবিক অসামাজিক কর্মকান্ড
বাস্তবায়ন করে পেশি বলে
পেছনে আছে শক্ত মামা খালুরা!
দুশ্চরিত্রের মায়াজালে রয় ডুবে
ধ্বংস হবে ভাবে না একটিবার।
সভ্য সমাজের বিবেকবানেরা
এদের ভয়ে চুপ করে থাকবে না
পরের কল্যাণে সভ্যতার প্রয়োজনে
অসভ্যতায় করতে হবে সজোরে আঘাত
তাদের অহংকার হোক চুরমার।


কল্যাণপুর, ঢাকা।
২৯.০৫.২০২২