হিজাব মানে


হিজাব মানে- মহান আল্লাহর নির্দেশ পালন
হিজাব মানে- মুসলিম নারীর সম্ভ্রম সম্মান।
হিজাব মানে- শালীনতার সেরা প্রতীক
হিজাব মানে- খারাপি থেকে বাঁচার সৈনিক।
হিজাব মানে- শুদ্ধ ও পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ
হিজাব মানে- শয়তানী কাজে বাধা বিশেষ।
হিজাব মানে- মননশীলতার বিশুদ্ধ পরিচয়
হিজাব মানে- জাগায় মনে আল্লাহর ভয়।
হিজাব মানে- পোশাক পরার সৌন্দর্যময় প্রথা
হিজাব মানে- কুরআনে আলোচিত শ্রেষ্ঠ কথা।
হিজাব মানে- নারী পুরুষের সম্মানজনক ব্যবধান
হিজাব মানে- শৈলীবোধের শিখা অনির্বাণ।
হিজাব মানে- চেনা যায় এমন সহজতর উপায়
হিজাব মানে- পর্দার আড়াল থেকে কথা বলা যায়।
হিজাব মানে- ইসলামী সংস্কৃতির শ্রেষ্ঠাংশ
হিজাব মানে- মনিবের সন্তোষ লাভের অনুষঙ্গ।


কল্যাণপুর, ঢাকা।
২৬-জানুয়ারী-২০২৩
১২-মাঘ-১৪২৯
০৩ রজব ১৪৪৪