হোক আয়োজন


রাষ্ট্র চালাতে লাগে সূক্ষ্ম জ্ঞান শক্তি
আরো লাগে জনগণের শ্রদ্ধা, ভক্তি।
রাষ্ট্রের প্রধান হবে ভোটে নির্বাচিত
ভোটে থাকবে সততা নিষ্ঠা অবিরত।
ফ্যাসিষ্ট চিন্তাা থাকবে না কারো মনে
মনেরানন্দে কেন্দ্রে যাবে সেই ক্ষণে।
অংশগগ্রহনমূলক হবে সেই নির্বাচন
যাচাই বাছাইয়ে ভোট দিবে জনগণ।
ভালোটা বিবেক দিয়ে করবে গ্রহণ
জনতার সাথে, কেন করো প্রহসন?
আগত নির্বাচন নিরপেক্ষ লোক দ্বারা
করো আয়োজন অন্যায়ে নয় তাড়া?
তুমি যদি বিজয়ী হও দেশ চালাবে
কার এত শক্তি তোমাকে তাড়াবে?
করছো দাবি, করেছো ভালো কাজ
ফেয়ার নির্বাচনে কেন এত ভয় পাস?
জোর জবর দস্তি নয় ভালোবাসা দাও
কল্যাণ কামনায় মানবতার গান গাও।
জনগণ শত্রু নয়, বন্ধুই বটে আপন
তারপরও কেন তোলো ভয়ের কাঁপন?
মনে রেখ অহংকার পতনের মূল
ছাড় দেয় ছেড়ে দেয় না এক চুল?
স্মরণ করো উপরে আছে মহাশক্তি ধর
তাঁর ভয়ে সবারই বুক করে ধড়পড়।
দেশবাসি আশা করে সঠিক নির্বাচন
দলীয় নয় হোক নিরপেক্ষ আয়োজন।


কল্যাণপুর, ঢাকা।
১৭ আগষ্ট ২০২৩
০২ ভাদ্র ১৪৩০
২৯ মুহাররম ১৪৪৫