সর্বশক্তি দিয়ে ঈমান বিলিয়ে
দাও হে মুসলমান,
ছড়িয়ে দাও ভালোবাসা নাও
ইসলামী ফরমান।


মানবতা দিকে দিকে বিপর্যস্ত
মুক্তির পথ খোঁজে,
কুরআনের জ্ঞান করিবে ধ্যান
ঈমান যেন বুঝে।


নিজেরাও মানো সঠিকটা জানো
ইসলামী সব বিধান,
ভুল ত্রুটি ক্ষমা চাইবে অশ্রু সজলে
মহান প্রভু দয়াবান।


রাত্রিতে জাগিবে আল্লাহকে ডাকিবে
নিরিবিলি নিরালায়,
দুই হাত তুলিবে তওবা করিবে
গভীর ভালোবাসায়।


এই ভালোবাসা নিয়ে যাবে তোমাকে
পাইতে সুখের জান্নাত,
জাহান্নাম না দিয়ে বিভীষিকাময় দিনে
পার করাবে পুলসিরাত।


উদার নৈতিকতার গুনে গড়া সমাজে
সুখ করিবে বিরাজ,
অনাবিল শান্তি আর দূর করে ভ্রান্তি
পাবে প্রভুর মিরাজ।


নব নব আবিষ্কার সততার বিস্তার
হোক জগৎময়,
চিন্তার বিকাশ নিজ হিসাব নিকাশ
দ্রূত যাতে হয়।


লেখা : মনসুরাবাদ, ঢাকা
১২.০৮.২০২১