ঈমানের দাবী


মরুমন সিক্ত হলো ঈমান বৃষ্টি পেয়ে
পার করে দিন সবে তাঁরি গান গেয়ে।
হে দয়াল দয়াবান ঈমান করলে দান
না চাহিতে দিলে মোদের সম্ভ্রম সম্মান।
চলার জন্য নিয়ম কানুন হতে আসমান
জারি করলে প্রজ্ঞাপূর্ণ বিশুদ্ধ ফরমান।
এক প্রভুকে মান্য করবে এটাই বিধান
সাথে কাউকে শরীক করা জুলুম সমান।
শুকরিয়া জানানো প্রভুকে ঈমানের দাবী
ঈমান ছাড়া তাঁকে আর কোথায় পাবি?


কল্যাণপুর, ঢাকা।
২৫-জানুয়ারী-২০২৩
১১-মাঘ-১৪২৯
০২ রজব ১৪৪৪