যা করা দরকার


যা করা দরকার তা করে না
যেটা উচিৎ সেটাতে চলে না
খুঁজে পায় নাকো কোনো উপায়।


চিরস্থায়ী সুখের কথা বলে না
যারা বলে সেই কথা শুনে না
মূল্যবান সময়টুকু শুধুই খোয়ায়।


এক চালক না হয়ে যদি বহু হত
ফাসাদে ফাসাদে বিরিঞ্চ নাশ হত
সব সৌন্দর্য হারিয়ে যেত কোমায়।


ন্যায়কে ন্যায় বলে না যে আজ
অন্যায়কে তুলে রাখে মাথার তাজ
আমাদের বিবেকটা গেল কোথায়?


এসোনা ফিরে আসি সুখের পথে
চলিনা এক চালকের বিধান মতে
তবেই খুঁজে পেয়েছো সঠিক উপায়।


কল্যাণপুর ঢাকা।
১১ মে ২০২৩
২৮ বৈশাখ ১৪৩০
২০ শাওয়াল ১৪৪৪