চেতনার ভাবধারা জুড়ে থাকে প্রাণে,
পিছনে ফিরিয়ে নিতে যেতে চায় না যে,
সামনে দেখতে পায় আলোর ঝলক-
সে আলোতে দেখা পায় বিস্তৃত প্রান্তর,
খুঁজে ফেরে দিকে দিকে পথের দিশা সে,
দিশা পেয়ে সুখি হয় সত্য আহবানে।


শান্ত মনে দৃঢ় পায়ে চলছে এগিয়ে-
সেবার পরশ দিতে খুশি মনে তার-
মনখোলা হাত বাড়ে দুখি জনে জনে,
কষ্টে কাটে কোনো মতে ক্ষুধা তৃষা নিয়ে,
তাদের মাঝে যে জন খাবার বিলায়,
তারা মনে রাখে তারে ভালোবাসা দিয়ে।


একটি সমাজ গড়ে ভাই ভাই মিল,
সত্যের মশাল জ্বলে আলো ঝিলমিল।


কল্যাণপুর, ঢাকা।
০৯-০৮-২০২১