ওরে ঝিমিয়ে পড়া মন জেগে উঠে চল
শত্রু করে আক্রমণ
তুই রইলি সুখে তোর ভাই যে দুঃখে
দুঃখ তাড়াতে করো দৃঢ় পণ।


দুর্বল নর-নারী শিশু করে হাহাকার
কান পেতে শোন ঐ তাদের আর্ত চিৎকার


কোথায় যে পাবে ঠিকানা
কোথায় যে পাবে সীমানা
তাদের জন্য কাঁদে না কি তোর মন?


অবিশ্বাসীর দল খাটিয়ে তাদের বল
সবার বিশ্বাসে করে আঘাত


কোথায় সে দৃঢ় ঈমান
খোঁজে খোঁজে হয়রান
কে হবে মজলুমের অতি আপন?


জনতার অধিকার ফিরিয়ে আনিবার
তুমি কিভাবে রবে নির্বিকার!


হেরার আলোতে হও রঙ্গীন
সত্যের সুরে সুরে ধর সঙ্গীন
এক হয়ে লড় আর তাড়াও ব্যথা
হইওনা কিছুতেই শক্তিহীন।