যদি মোমবাতি হতে পারো


যদি তুমি মোমবাতি হতে পারো
তুমি পুড়বে অন্যরা পাবে আলো,
তোমার জ্বলন নিয়ে করবে স্মরণ
তিতিক্ষাতে সরাবে নিকষ কালো।


কেউ জ্বলে কেউ ভোগে ভুতলে
যারা জ্বলে তারা অতি সম্মানিত,
বিলিয়েই যায় বিনিময় নিয়ে নয়
কৃতজ্ঞ জানিয়ে প্রেম হোক সতত।


কিছু পেতে হলে বিসর্জন দিতে হয়
সে হয়তো পায়না তবে অন্যরা পায়,
যে দেয় সে মরেনা বাঁচে জনম জনম
সভা সেমিনারে আলোচিত বসুন্ধরায়।


মরণ প্রেমে তাদের কাছে দুনিয়া তিক্ত
বিলাতেই ভালোবাসে নিতে তারা নয়,
ভাবে ভূলোক সময় সময়ের সন্ধ্যাবেলা
আর মৃত্যু হায়াতের সকালবেলা নিশ্চয়।


কল্যাণপুর,ঢাকা।
১৬-ফেব্রুয়ারী-২০২৩
০৩-ফাল্গুন-১৪২৯
২৪ রজব ১৪৪৪
(স্মারক গ্রন্থের জন্য)