যোজনা


দুই নদের পানি যেমন এক হয় না
হক আর বাতিল তেমনই মিলে না।
দুই রকম বিশ্বাসের দুটি মন
করা যায় না আলিঙ্গন
যদি একই বিশ্বাস থাকে অনুক্ষণ
তবে হতে পারে পরস্পর মধুমিলন।
ব্যথারা জড়ো হয় ভারী লাগে বেদনা
অশ্রুতে নেত্র ভাসে আর দুখ যাতনা।
যদিও আলোকিত প্রেমাঙ্গন
জোড়াতে হতে আপন
কালবেলা কেটে যায় সারাক্ষণ
সরোজ সাহসে যোজিত হয় মধুবন।


কল্যাণপুর ঢাকা।
১০ মে ২০২৩
২৭ বৈশাখ ১৪৩০
১৯ শাওয়াল ১৪৪৪