নাম: ফাহমিদা কামাল (ক্যান্সার আক্রান্ত)
বিয়ে: ০৯-০৩-২২ (হাসপাতালের বেডে)
মৃত্যু: ২১-০৩-২২ (সকাল: ৭:০০টা)
স্বামী: মাহমুদুল হাসান


(এদের নিয়ে কয়দিন আগে ‌‍‌‍'ভালোবাসার দৃষ্টান্ত' নামে একটি কবিতা লিখেছিলাম।
আজও লিখলাম। বিষয়স্তু বেদনাদায়ক।)


যতিচিহ্ন
ক্যান্সার সুখ হরণ মরণ ব্যাধি
রেহাই দেয় না তো কাউকে,
কয়দিন আগে ক্যান্সার নিয়ে
যার বিয়ে হলো, সেই
নব বধুর রং শুকাবার আগেই
পরপারে গেল চলে না বলে!
সত্যিই এক বেদনা ভরা দীর্ঘশ্বাস
সুখের পোশাকে এলো দুঃখ,
হানা দিলো অতি অল্প দিনে।
কথা রেখেছিলো সুখ দিবে বলে,
কিন্তু সেই সুখ আর রইলো না।
ক্যান্সার আক্রান্ত সেই নব বধু
২১ তারিখ-২২, সকাল সাতটায়
বিজয় বেশে পাড়ি দিল নিজ দেশে।
যেখান থেকে কেউ কখনো ফিরে না,
ফিরতে পারে না,
সেখানে সে সুখে থাকুক তার জন্য
রইলো দোয়া ও করজোড়ে প্রার্থনা।


২১.০৩.২০২২
কল্যাণপুর, ঢাকা-১২০৭।
সূত্র: দৈনিক পত্রিকা। (নয়া দিগন্ত)
শিরোনাম: “সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ফাহমিদা”