তুমি কারো সাথে বিবাদে জড়াতে না চাইলেও
যে দুশমন সে তো জড়াতে চায়
তোমার নীরবতা তাকে ভাবায়
তোমার নীরবতায় তোমাকে ভাবে অপাংক্তেয়।


তোমার আদর্শ প্রচার তার কাছে বড়ই বেমানান
তোমাকে কোনোমতেই দমাতে পারে না
ইনসাফ কাকে বলে একটুও জানে না
তোমাকে কষ্ট দিয়ে সে দেয় তার শক্তির জানান।


তোমার ভালো কাজ তার কাছে বিষের মতো লাগে
দাঁত কেলিয়ে সে অট্টহাসি হাসে
বিষের ব্যথায় কাশে আর কাশে
তোমায় জেলে পুরে সে তৃপ্তির ঢেঁকুর তুলে আগে।


তুমি অদম্য অদমনীয় দুরন্ত দুর্বার গতিতে চলার
তোমার এগিয়ে চলা সাহসের সাথে
এতেই সে দুরু দুরু ভয় পায় তাতে
তাই শোষকের শোষণের মসনদ কেঁপে উঠে আর।


যারা মৃত্যুর চোখে চোখ রেখে খুশিতে হাসতে পারে
তারা কিছুতেই মৃত্যুকে ডরে না
কারো ধকমাধমকিকে ধারধারেনা
মৃত্যুর যবনিকা নিয়ে চলে তাকে অনন্ত সুখের ধারে॥


কল্যাণপুর, ঢাকা।
০৯-০৯-২০২১