কালিমা
মুহাম্মদ মোজাম্মেল হোসেন


কালিমা হলো মধুর বাণী বিপ্লবী আওয়াজ
একত্ববাদী আব্দ মিলে কায়েম করে  রাজ।
কালিমা নিয়ে বাড়াবাড়িটা মোটেই কাম্য নয়
কালিমা হলো এক আল্লাহ এক সত্বায় রয়।
সত্যের সাথে মিথ্যার মিল কোনদিন হয় না
সত্য সুন্দর মনন পূর্ণ আলোকিত গয়না।
রেঁনেসা যেন মনের মধ্যে উদিত এক উল্কা
সুষ্ঠু সমাজ বিনির্মাণের মানবিক ফুলকা।
কালিমা নিয়ে দুনিয়াদারি রুটি রুজি যারা
করতে থাকে নিফাকি ভরা মুনাফিক তারা।
কালিমা দাবি পূরণ করা অধিক কষ্টে চলা
সঠিক জেনে সঠিক মেনে সঠিক কথা বলা।
এই কালিমা প্রচার করে নবীজী সাহাবারা
মার খেয়েছে রক্ত ঢেলেছে হয়নি পথ হারা।
হক্বের কথা ডরের কথা এই কালিমায় যে
গভীর ভাবে মানবে যাতে নাজাত পাবে সে।
অল্প কথার এই কালিমা মূল্যবান সম্পদ
ধরণীর সব দিলেও সেটা হবে নাকো রদ।
আল্লাহ ছাড়া ইবাদতের নেই কোন মা'বুদ
নবী হলেন মহান আল্লাহর বান্দা ও রাসূল।
খবিস কথা নয় পবিত্র অন্ধকারের ভয়ে
পবিত্র কথা সাহসী চলে অনন্ত কাল ছুঁয়ে।


মনসুরাবাদ, ঢাকা।
২৮/০২/২০২৩