কত রকম মানুষ আহা
কত রকম মানুষ,
কেউ চলে বিবেক খেটে
কেউ উড়ায় ফানুস।


মোহ লোভ লালন করে
ভোগের আদরে,
পরের ক্ষতি হয় হোক
পাপ ভরে উদরে।


এমন এমন মানুষ গুলো
স্বার্থের পূজারি,
নানামুখী ছলে বলে চালায়
জীবন বাহারি।


ধরনীটা খেল তামাসা আর
চাকচিক্যতায় ভরা,
পরম মায়ায় আগলে রাখে
ধ্বংস ডাকে ত্বরা।


বটের ছায়ায় আশ্রয় নেয়া
ছায়া নয় আপন,
ছায়া ছেড়ে যেতেই হয়
থেকেই কিছুক্ষণ।


মূল ঠিকানা ভুলে পথিক
নকল পথে চলে,
চলতে চলতে হারিয়ে যায়
মন্দ লোকের দলে।


উত্তম জাতি করে তাকে
পাঠলো এই ভবে,
ভালো কথা বলবে শুধু
মন্দটাকে রুখবে।


মানব কল্যাণ কিসে হবে
কিসে পাবে মুক্তি,
এই ভাবনা ভাবতে হবে
খোঁজবে না যুক্তি।


০৮.০২.২৪