লাগবে বেশ


স্বৈরাচারের ধারাবাহিকতা যদি থাকে
মানবতা হবে চূর্ণ!
দ্রব্যমূল্যের ধারাবাহিক উর্ধ্বগতিতে
জনগণ কপর্দকশূন্য!


নিয়মের বিপরীতে অনিয়ম হলে
অরাজকতা বিরাজ করে!
কেউ হয় আঙ্গুল ফুলিয়া কলা গাছ
অনেকেরই প্রাণ মরে মরে!


নারী ও শিশুরা হয় অধিকার বঞ্চিত
নিপীড়নের চরম হাতিয়ার!
ন্যায় সংগত কড়া প্রতিবাদ না থাকাায়
খোলে বোবা শ’তানের দ্বার!


স্বেচ্ছাচারী মনোভাবে যখন তখন
নানা প্রকার আইন প্রণয়ন!
বাক স্বাধীনতার উপর নামে খড়গ
দু’নয়ন ভাসায় জনগণ!


বিজ্ঞ ও প্রবীণেরা বিভিষিকার আঁধারে
ডুবে করে হাহাকার!
তাদের দেখভালে মানবিক মূল্যবোধ
নিরবে হয় ছারখার!


স্বৈরাচারী না হয়ে গণতান্ত্রিক চেতনায়
গড়ি প্রাণবন্ত সমাজ!
বিবেক বিবেচনায় ইনসাফ কায়েম হবে
এগুবে দিল দরাজ!


বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে
আমাদের প্রিয় বাংলাদেশ!
যখন সবুজ শ্যামল ছায়াময়ে ভরে উঠবে
জোর জুলুমের হবে শেষ!


হিংসা বিদ্বেষের হবে অবসান দূর হবে
অহেতুক কাজের রেশ!
মোবারক হোক মনোরম হোক চারিপাশ
দেখে লাগবে বেশ বেশ!


কল্যাণপুর, ঢাকা।
৩০ আগষ্ট ২০২৩
১৫ ভাদ্র ১৪৩০
১৩ সফর ১৪৪৫